ইয়াশ রোহানের পাশে দাঁড়ালেন তারকারা

এনটিভি প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৫, ১১:৪৫

জনপ্রিয় অভিনেতা ইয়াশ রোহান সম্প্রতি তার একটি ফেসবুক পোস্টের কারণে ব্যাপকভাবে আলোচনার কেন্দ্রে এসেছেন। গতকাল বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমীর দিন কপালে সিঁদুর তিলক কেটে দুর্গা প্রতিমার সামনে দাঁড়ানো একটি ছবি পোস্ট করেন তিনি। ক্যাপশনে লেখেন, ‘শুভ বিজয়া’। ছবিটি মুহূর্তেই ভাইরাল হলেও, নেটিজেনদের একাংশ সেখানে অভিনেতার ধর্মীয় পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন এবং কটাক্ষপূর্ণ মন্তব্য করেন।


তারকারা সরব, নেটিজেনদের মানসিকতা নিয়ে ক্ষোভ


এই ধরনের তির্যক মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছেন বিনোদন অঙ্গনের তারকারা। তারা ইয়াশ রোহানের প্রতি সমর্থন জানিয়েছেন এবং নেতিবাচক মন্তব্যকারীদের মানসিকতার সমালোচনা করেছেন।


জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী তার ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, “কারো পোস্টে বাজে মন্তব্য করা বা ভুয়া প্রোফাইল থেকে স্ল্যাং ব্যবহার করা সাহসের পরিচয় নয়। বরং তা আপনার নীচ মানসিকতাকেই প্রকাশ করে। এত ঘৃণা নিয়ে মানুষ কিভাবে রাতের ঘুম হারাম করে না, সেটাই আশ্চর্য!”


অভিনেতা আরশ খান স্পষ্ট ভাষায় জানিয়েছেন, “ইয়াশ রোহান বাংলাদেশের অন্যতম সেরা অভিনেতাদের একজন। তার পরিচয় ধর্ম বা অঞ্চল দিয়ে নয়, বরং তার শিল্পীসত্তা দিয়েই তিনি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন। ধর্ম যার যার, দেশ সবার।”


এছাড়া, অভিনেতা রওনক হাসান, সুনেরাহ বিনতে কামাল এবং নির্মাতা শিহাব শাহীনসহ অনেকেই ইয়াশ রোহানের পাশে দাঁড়িয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও