সিনেমা ইন্ডাস্ট্রিতে সুবাতাস

দেশ রূপান্তর প্রকাশিত: ০৮ আগস্ট ২০২২, ০৯:০৭

বিশ্বের বড় বড় চলচ্চিত্র ইন্ডাস্ট্রি সিনেমা নির্মাণের জন্য যতটা যত্নশীল, তা প্রচার প্রচারণার জন্য ততটাই গুরুত্ব দিয়ে থাকে। একটি সময় ঢালিউডেও সিনেমা হলে দর্শক ফেরাতে বর্ণাঢ্য প্রচারণার ব্যবস্থা করা হতো। কিন্তু নতুন দশকের প্রচারণার চিত্র চলচ্চিত্রপাড়া থেকে বলতে গেলে উধাও। প্রবাদ আছে প্রচারে প্রসার। কমপক্ষে গত দুই ঈদে ছবির নির্মাতা ও শিল্পীদের মধ্যে এই প্রবাদের যথার্থতা বুঝতে দেখা যাচ্ছে। সবাই ছুটে চলছেন এক সিনেমা হল থেকে অন্য  সিনেমা হলে, এক জেলা থেকে অন্য জেলায়। রাতদিন নির্ঘুম ব্যস্ত তারা ছবির প্রচারে। এর সুফলও পাওয়া যাচ্ছে যথেষ্ট।


গত ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘পরাণ’ ছবিটি নিয়ে ৫ম সপ্তাহেও যথেষ্ট আগ্রহ দেখা যাচ্ছে দর্শকের মধ্যে। এর ঠিক এক সপ্তাহ পরে মুক্তি পাওয়া সিনেমাও চলছে তুমুল উদ্যমে। রাজধানী ঢাকার সিনেপ্লেক্সগুলোর সব শাখায় ইতিবাচক সাফল্য দেখাচ্ছে মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’। এখনো হাউজফুল ব্যবসা করছে ছবিটি। এর মধ্যে খবর এলো, যশোরের ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহ মণিহারেও ছবিটি হাউজফুল হচ্ছে। গত শুক্রবার থেকে ছবিটি এই প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল ইসলাম জানালেন, প্রতিদিন চারটি করে শো হয়। এরমধ্যে শুক্রবার দুটি শো হাউজফুল হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও