You have reached your daily news limit

Please log in to continue


‘পরান’ নিয়ে টানাটানি

ঢালিউডে কোনো ছবি সুপারহিট হলে সেই নামের আদলে একের পর এক ছবি নির্মাণের হিড়িক পড়ে। নব্বইয়ের দশকে এম এ খালেকের ‘স্বপ্নের ঠিকানা’ (১৯৯৫) সুপারহিট হওয়ার পর নির্মিত হয় ‘স্বপ্নের পৃথিবী’, ‘স্বপ্নের নায়ক’, ‘স্বপ্নের পুরুষ’, ‘শেষ ঠিকানা’, ‘মাটির ঠিকানা’সহ বেশ কয়েকটি ছবি। মনোয়ার খোকনের ছবি ‘স্বামী কেন আসামী’ (১৯৯৬) সুপারহিট হওয়ার পর শুরু হয় ‘কেন’ সিরিজ। এই সিরিজে ‘বাবা কেন চাকর’, ‘শান্ত কেন মাস্তান’, ‘রানী কেন ডাকাত’, ‘আলী কেন গোলাম’সহ অনেক ছবি নির্মিত হয়।

এরই ধারাবাহিকতায় এবার কোরবানির ঈদে আলোড়ন তোলা রায়হান রাফির ‘পরান’-এর আদলে তিনটি ছবি নির্মাণের ঘোষণা এসেছে। ছবিগুলোর নাম ‘পরানে পরান’, ‘পরান কান্দে’ ও ‘তুই আমার পরান’। ৩০ জুলাই সালমান জসিমের ‘পরানে পরান’ ছবির মহরৎ হয়েছে গান রেকর্ডিংয়ের মাধ্যমে। অভিনয় করবেন অনিক অভি ও সাবরিনা সুলতানা কেয়া। সালমান জসিম বলেন, “আমার ছবির গল্প মিষ্টি প্রেমের। নায়ক-নায়িকা একে অন্যের জন্য জীবন দিতে পারে। পরিবার ও সমাজের ধার ধারে না তারা। ভেবে দেখলাম এমন ছবির নাম ‘পরানে পরান’ রাখলেই গল্পের সঙ্গে মিলবে। তা ছাড়া দর্শকও নামটার সঙ্গে পরিচিত। যদিও ‘পরান’ ছবির সঙ্গে আমার ছবির কোনো মিল নেই। ১০ আগস্ট থেকে ছবিটির শুটিং। এ বছরই মুক্তি দিতে চাই। ”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন