দুর্গাপূজা : ধর্মীয় সম্প্রীতিতে উৎসবের ভূমিকা

ঢাকা পোষ্ট মোজাফফর হোসেন প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৫, ১১:৩৬

একটা দেশে যখন বহুধর্মীয় ও বহু জাতিগোষ্ঠীর মানুষ থাকে তখন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার অন্যতম প্রধান মূলমন্ত্র হলো পরস্পরকে ভালোমতো জানা। পরস্পরের ধর্মীয় সংস্কৃতি, লোকাচার, মিথ, ভাষাগত ঐতিহ্য ও অভিব্যক্তি প্রভৃতি বিষয় জানার মধ্য দিয়ে পারস্পরিক বিভ্রান্তি দূর হয়।


রাজনৈতিকভাবে বিদ্বেষ সৃষ্টির জন্য যেসব অপপ্রচার চালানো হয় ক্ষমতার কেন্দ্র থেকে, সেগুলো ধরতে পারে সাধারণ মানুষ। সহজে বিভ্রান্ত করার সুযোগ থাকে। তাছাড়া পরস্পরকে জানার মধ্য দিয়ে এক ধরনের সম্প্রীতির বন্ধন তৈরি হয়, যে কারণে একে অন্যের প্রতি আক্রমণাত্মক হয়ে উঠতে পারে না। এগুলো নতুন কথা না।


কয়েক দশক আগেও বাংলাদেশে সেই বাস্তবতা ছিল। আমরা সম্ভবত শেষ প্রজন্ম যারা দেখে এসেছি, ধর্মীয় উৎসবগুলো স্ব স্ব ধর্মীয় জনগোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ থাকেনি। ঈদ যেমন হিন্দু-মুসলিম সবাই মিলে উদযাপন করেছে, পূজাও তেমনি সবার উৎসব হয়ে উঠেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও