You have reached your daily news limit

Please log in to continue


ফের ভয় জাগাচ্ছে ডেঙ্গু

বর্ষা মৌসুমের শেষভাগে এসে ফের বাজে চেহারা নিচ্ছে ডেঙ্গুর প্রকোপ; সেপ্টেম্বরের তিন সপ্তাহেই মাসওয়ারি হিসেবে বছরের সর্বোচ্চ সংক্রমণ আর মৃত্যুর তথ্য দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩ হাজার ১৭৩ জন। মৃত্যু হয়েছে ১৮২ জনের।

এর মধ্যে সেপ্টেম্বর মাসের ২৩ দিনেই সবচেয়ে বেশি ১১ হাজার ৬৯৭ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আর এই তিন সপ্তাহে সবচেয়ে বেশি ৬০ জনের মৃত্যু ঘটিয়েছে মশাবাহিত এ রোগ।

গত বছরের চিত্র মনে করিয়ে দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের অধ্যাপক কবিরুল বাশার বলছেন, ডেঙ্গু পরিস্থিতি অক্টোবরে ‘আরও খারাপ’ হওয়ার আশঙ্কা আছে।

আর জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মুশতাক হোসেন সারাদেশে ডেঙ্গু ছড়িয়ে পড়ার বাস্তবতা তুলে ধরে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মশা নিয়ন্ত্রণ কার্যক্রম শুরুর তাগিদ দিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের মঙ্গলবারের বুলেটিনে বলা হয়েছে, আগের ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৬৪ জন রোগী, মৃত্যু হয়েছে এক জনের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন