You have reached your daily news limit

Please log in to continue


গেন্ডারিয়ায় ট্রান্সফরমার বিস্ফোরণের পর বাসায় আগুন, একজনের মৃত্যু

ঢাকার গেন্ডারিয়া এলাকায় একটি ট্রান্সফরমার বিস্ফোরণের পর পাশের বাসায় লাগা আগুনে একজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাত ২টার দিকে দোতলা ভবনের দ্বিতীয় তলায় এ দুর্ঘটনায় মোট তিনজন দগ্ধ হন বলে জানান গেন্ডারিয়া থানার এসআই এসআই আব্দুল কাদের।

তারা হলেন- মো. মুসলিম (৬৫), তার স্ত্রী সালমা বেগম (৫০) ও তাদের সন্তান মেজবাহ উদ্দিন (২৮)।

তাদের মধ্যে মেজবাহ শুক্রবার দুপুর ১টায় মারা গেছে বলে জানান জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন সুলতান মাহমুদ শিকদার।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেজবাহর শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল। পাশাপাশি শ্বাসনালীও পুড়ে গেছে।

“তাকে প্রায় মৃত অবস্থায় আনা হয়। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দুপুর ১টায় ডেথ ঘোষণা করি।”

দুর্ঘটনার বর্ণনায় এসআই কাদের বলেন, “একটি ট্রান্সফরমার বিস্ফোরণ হলে বাসার বারান্দায় থাকা আইপিএসও বিস্ফোরণ হয়ে বাসায় আগুন লেগে যায় বলে জানতে পেরেছি। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণ করে।”

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বলেন, “রাত ২ টা ১০ মিনিটে গেন্ডারিয়ায় একটি দোতলা ভবনের দ্বিতীয় তলায় বাসায় আগুনের খবর পাই। গিয়ে আমরা দ্বিতীয় তলার চারটি কক্ষেই আগুন দেখতে পাই। আমাদের দুইটি ইউনিট কাজ করে রাত ২টা ২৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন