You have reached your daily news limit

Please log in to continue


জাতিসংঘের মানবাধিকার মিশন প্রশিক্ষণ, কারিগরি ও আইনি সহায়তা দেবে: প্রেস উইং

বাংলাদেশে মানবাধিকার সুরক্ষা ও বিকাশের লক্ষ্যে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের (ওএইচসিএইচআর) একটি মিশন চালু করতে তিন বছরের জন্য একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই মিশন চালুর উদ্দেশ্য হলো সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি সংগঠনগুলোকে প্রশিক্ষণ এবং কারিগরি সহায়তা প্রদান করা। এর মাধ্যমে তাদের সক্ষমতা বৃদ্ধি, আইনি কাঠামোর উন্নয়ন ও প্রাতিষ্ঠানিকতা শক্তিশালী হবে। এছাড়া, বাংলাদেশকে তার জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকারসংক্রান্ত বাধ্যবাধকতা পূরণে সহায়তা করাও এর অন্যতম লক্ষ্য।

প্রেস উইং জানায়, এই উদ্যোগটি সরকারের সংস্কার ও জবাবদিহিতার প্রতিশ্রুতির প্রতিফলন, বিশেষ করে ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের পরিপ্রেক্ষিতে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, 'আমরা স্বীকার করি যে, বাংলাদেশে কিছু গোষ্ঠী জাতিসংঘের মানবাধিকার সংস্থাগুলোর ভাবাদর্শগত দৃষ্টিভঙ্গি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বাংলাদেশ একটি শক্তিশালী সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যের ওপর ভিত্তি করে গঠিত সমাজ। আমরা নাগরিকদের কাছ থেকে এমন মতামত পেয়েছি যে, যেকোনো আন্তর্জাতিক অংশীদারিত্বে যেন দেশের এই মূল্যবোধগুলোর প্রতি সম্মান দেখানো হয়।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন