You have reached your daily news limit

Please log in to continue


জামায়াতের সমাবেশ: রাজধানীর বিভিন্ন পয়েন্টে তীব্র যানজট

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ যোগ দিতে নেতাকর্মীরা বিপুল সংখ্যক যানবাহন নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ায় রাজধানীর বিভিন্ন পয়েন্টে তীব্র যানজটের খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জাতীয় সংসদ ভবনের সামনের সড়ক ও কারওয়ানবাজার থেকে শাহবাগ মোড় পর্যন্ত যানজট রয়েছে।

এ ছাড়াও, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কয়েক কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে।

যাত্রাবাড়ীর বাসিন্দা জুলিয়ানা ফেরদৌস দ্য ডেইলি স্টারকে বলেন, এলাকায় তীব্র যানজটের কারণে তিনি তার ছেলেকে মাতুয়াইলে কোচিং সেন্টারে নিয়ে যেতে পারেননি।

যাত্রাবাড়ীর আরেক বাসিন্দা মনিরুল হক বলেন, মহাসড়কের বেশিরভাগ যানবাহনই জামায়াতের সমাবেশে যাওয়া নেতাকর্মীদের বহনকারী বাস। সমাবেশের পথে বিপুল সংখ্যক মাইক্রোবাসও দেখা গেছে।

এ ছাড়া, ঢাকা থেকে নারায়ণগঞ্জ, চিটাগাং রোড, সোনারগাঁও ও মদনপুরসহ বিভিন্ন রুটে বাসের সংকট দেখা দিয়েছে।

আজ শনিবার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রথম পর্বের সমাবেশ শুরু হয়েছে।

সাইমুম শিল্পীগোষ্ঠীর আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থাপনা করেন সাইফুল্লাহ মনসুর।

 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন