গত বছর জুলাই ও অগাস্ট মাসে ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যা-নিপীড়নের ঘটনায় দায়ের করা সহস্রাধিক মামলার মধ্যে ১২টির অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযোগপত্র জমা পড়া মামলাগুলোর মধ্যে তিনটি হত্যা মামলা, বাকি নয়টি অন্যান্য ধারার।
তবে ওই সময়ের ঘটনায় মোট কয়টি মামলা হয়েছে এবং কোন মামলার চার্জশিট কবে দেওয়া হয়েছে, সে তথ্য বিজ্ঞপ্তিতে নেই।