You have reached your daily news limit

Please log in to continue


আবু সাঈদের আত্মত্যাগ আমাদের যে শিক্ষা দিয়ে গেল

নজরুলের ‘আনন্দময়ীর আগমনে’ বরাবরই আমার খুব প্রিয় একটি কবিতা। নিজের সম্পাদিত ধূমকেতু পত্রিকায় এই কবিতা ছাপার কারণেই কারাবরণ করতে হয়েছিল তাঁকে। সেই কবিতায় ‘মরার দেশের মড়া-শান্তি’র প্রতি তীব্র শ্লেষে ভরা আঘাত হেনেছিলেন কবি। বলেছিলেন, ‘হান তলোয়ার, আন মা সমর, অমর হবার মন্ত্র দেখা’। এই অমর হওয়ার মন্ত্র সবাই খুঁজে পান না। যে অল্প কিছু মানুষ তা খুঁজে পান, তাঁদের মধ্যে মৃত্যুঞ্জয়ী আবু সাঈদ নিঃসন্দেহে একজন।

তিনি কি জানতেন, দেশের জন্য সর্বস্ব বিলিয়ে দেওয়ার ডাক এসে গেছে তাঁর জন্য? না হলে কেন স্মরণ করলেন আরেক বীরকে, যিনি কালের সীমানা ছাড়িয়ে অনুপ্রেরণা জুগিয়ে চলেছেন, যুগ থেকে যুগান্তরে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শহীদ মোহাম্মদ শামসুজ্জোহাকে স্মরণ করে ২৪–এর গণ-অভ্যুত্থানের প্রতীক আবু সাঈদ লিখলেন:

‘স্যার! এই মুহূর্তে আপনাকে ভীষণ দরকার স্যার! আপনার সমসাময়িক সময়ে যারা ছিল সবাই তো মরে গেছে, কিন্তু আপনি মরেও অমর। আপনার সমাধি আমাদের প্রেরণা। আপনার চেতনায় আমরা উদ্ভাসিত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন