লাঙলের কফিনে শেষ পেরেক

বিডি নিউজ ২৪ মুস্তাফিজুর রহমান রূপম প্রকাশিত: ১০ জুলাই ২০২৫, ১৩:১৮

জাতীয় পার্টির দিনাজপুর জেলা কমিটির সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন ৮ জুলাই পদত্যাগের ঘোষণা দিয়েছেন। কিন্তু তার এই পদত্যাগের সংবাদটি জাতীয় কিংবা আঞ্চলিক কোনো সংবাদমাধ্যমেই তেমন গুরুত্ব পায়নি। অনেক খুঁজে কেবল জাগোনিউজে এ বিষয়ে একটি সংবাদের দেখা মিলেছে।


স্বাভাবিক, যখন দলের কেন্দ্রে চলছে ক্যু ও পাল্টা-ক্যুর নাটক, তখন প্রান্তিক এক জেলার সভাপতির পদত্যাগ সংবাদমূল্যের দিক থেকে গুরুত্ব হারাতে পারে। কিন্তু ঘটনাটির প্রতীকী তাৎপর্য উপেক্ষা করার সুযোগ নেই। কারণ, দেলোয়ার হোসেনের এই পদত্যাগ ইঙ্গিত করে যে, ‘জাতীয় পার্টির দুর্গ’ নামে পরিচিত উত্তরাঞ্চলেই ঝড়ের কবলে পড়তে শুরু করেছে দলটি। এই ঝড়ো হাওয়া যদি সারাদেশে ছড়িয়ে পড়ে, তবে দলটির অস্তিত্ব টিকিয়ে রাখাই কঠিন হয়ে পড়বে।


জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের দলের মহাসচিব মজিবুর রহমান চুন্নুসহ কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে বহিষ্কার করেছেন। শোনা যাচ্ছে, ওই নেতারা নাকি খোদ চেয়ারম্যানকেই দল থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও