You have reached your daily news limit

Please log in to continue


এডিস মশার ঘনত্ব বাড়ছে, আসন্ন বিপদ ঠেকাবে কে?

বাংলাদেশে ডেঙ্গু আজ আর নতুন কোনো রোগ নয়, বরং এক গভীর সংকটের নাম। সাম্প্রতিক বছরগুলোয় এটি মৌসুমী সীমাবদ্ধতা ভেঙে সারা বছরব্যাপী আতঙ্কের কারণ হয়ে উঠেছে। তবে বর্ষা ও বর্ষা-পরবর্তী সময়ে ডেঙ্গুর বিস্তার আশঙ্কাজনকভাবে বেড়ে যায়।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যান বলছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে ৫ অক্টোবর পর্যন্ত দেশে ৪৯ হাজার ৯০৭ জন মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এবং প্রাণ হারিয়েছে ২১২ জন। কেবল সেপ্টেম্বর মাসেই আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৮৬৬ জনে। এর সঙ্গে আমাদের গবেষণা তথ্য যুক্ত করলে স্পষ্ট হয় যে, অক্টোবর মাসে ডেঙ্গুর সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে, কারণ এডিস মশার ঘনত্ব এখন ডেঙ্গু বিস্তারের উপযোগী মাত্রায় রয়েছে।

রাজধানী ঢাকা এ রোগের সবচেয়ে বড় কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় সর্বাধিক রোগী শনাক্ত হয়েছে। তবে সংক্রমণ কেবল রাজধানীতে সীমাবদ্ধ নয়। চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটসহ প্রায় সব বিভাগেই ডেঙ্গু ছড়িয়ে পড়ছে।

এমনকি গ্রামীণ এলাকাও আর নিরাপদ নেই। আগে ডেঙ্গু মূলত শহরমুখী রোগ হিসেবে বিবেচিত হতো, কিন্তু এখন তা উপজেলা পর্যায়ে বিস্তার লাভ করেছে। বিশ্লেষণ বলছে, আক্রান্তদের দুই-তৃতীয়াংশ নগরবাসী হলেও গ্রামীণ এলাকায়ও সংক্রমণ দ্রুত বাড়ছে, যা ভবিষ্যতে নিয়ন্ত্রণকে আরও কঠিন করে তুলবে।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, তরুণ ও কর্মক্ষম জনগোষ্ঠীর মধ্যে ডেঙ্গুর উচ্চ সংক্রমণ ও মৃত্যুহার। ১৬ থেকে ৩০ বছর বয়সীদের মধ্যে আক্রান্তের সংখ্যা সর্বাধিক। এর মানে দাঁড়ায় দেশের শিক্ষার্থী ও কর্মশক্তিই সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছে। এতে একদিকে পরিবারগুলো অকাল শোকের মুখোমুখি হচ্ছে, অন্যদিকে শিক্ষা ও অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিক্ষাজীবন ব্যাহত হওয়ার পাশাপাশি কর্মক্ষেত্রে অনুপস্থিতি বাড়ছে এবং প্রতিটি পরিবারে চিকিৎসা ব্যয় বহনের চাপ বেড়েই চলেছে।

ডেঙ্গুর প্রকোপ বোঝার ক্ষেত্রে শুধু রোগীর সংখ্যা নয়, এডিস মশার ঘনত্বের তথ্যও গুরুত্বপূর্ণ। আমাদের গবেষণা বলছে, বর্ষার কারণে লার্ভাযুক্ত পানির পাত্রের সংখ্যা বিপজ্জনকভাবে বেড়েছে। বাড়ির ভেতর-বাইরে ছোট ছোট পাত্র, ফুলের টব, প্লাস্টিকের বোতল, নির্মাণাধীন ভবনের জমে থাকা পানি কিংবা ড্রামের মতো উৎসে লার্ভার বিস্তার ঘটছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন