রোজার আগেই নির্বাচন ও ভোটের অঙ্ক

ডেইলি স্টার আমীন আল রশীদ প্রকাশিত: ১০ জুলাই ২০২৫, ১১:৩৭

আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ নিয়ে বাংলাদেশের রাজনীতিতে যে অনিশ্চয়তা ছিল, সেটি সম্ভবত অনেকখানি কেটে গেলো প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের একটি ব্রিফিংয়ের মধ্য দিয়ে। গতকাল বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আগামী ফেব্রুয়ারিতে রমজান মাস শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে এবং এজন্য ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।


প্রেস সচিব জানান, প্রায় দুই ঘণ্টা নির্বাচনের প্রস্তুতি নিয়ে মিটিং হয়েছে। সেখানে প্রধান উপদেষ্টা অনেকগুলো গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। তিনি নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বিষয়ক সব প্রস্তুতি ডিসেম্বরের আগে শেষ করতে বলেছেন।


যারা প্রথমবারের মতো ভোট দেবেন, তাদের জন্য বিশেষ ব্যবস্থা রাখার নির্দেশ দিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন, ১৬ বছর মানুষ কোনো ভোট দেখেনি। ভোটারের স্মৃতিতে আছে ভোটকেন্দ্রে মারামারি, ভোটচুরি। আগামী নির্বাচনে ভোটারদের যেন একটা ভালো অভিজ্ঞতা হয়, একটা সুন্দর স্মৃতি থাকে। প্রথমবার ভোট যারা দেবেন, এটা তাদের জন্য গৌরবের। তারা যেন ভালো অনুভব করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও