You have reached your daily news limit

Please log in to continue


পেডোফিলিয়া: শিশুদের সুরক্ষায় যে ব্যাপারে সচেতনতা জরুরি

বছরের প্রথম চার মাসে বাংলাদেশে সংঘটিত প্রতি ১০ ধর্ষণের ঘটনার নয়টিই শিশুদের সঙ্গে। আইন ও সালিশ কেন্দ্রের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, এই শিশুদের অনেকেই নবজাতক। কারো কারো বয়স মাত্র কয়েক মাস।

এই পরিসংখ্যানই বলে দিচ্ছে, কত ভয়াবহ হুমকির মুখে আছে আমাদের শিশুরা।

এসব ধর্ষণ ও যৌন নির্যাতনের খবরগুলো প্রকাশ হওয়ার পর অনলাইনে কয়েক ঘণ্টা বা কয়েকদিন তোলপাড় হলেও এর পেছনে 'পেডোফিলিয়া' নামের যে ভয়ংকর মানসিক বিকারগ্রস্ততা লুকিয়ে আছে, তা এখনো আমরা স্বীকারই করছি না।

পেডোফিলিয়া কেবল যৌন নিপীড়ন না, এটি চিকিৎসাবিজ্ঞান স্বীকৃত একটি মানসিক রোগ। বয়ঃসন্ধিকালে না পৌঁছানো শিশুদের প্রতি এই বিকারে আক্রান্ত ব্যক্তিরা যৌন আকর্ষণ বোধ করে। এটি একরকম 'অসুস্থতা' হলেও এর জন্য কাউকে দায়মুক্তি দেওয়ার সুযোগ নেই।

তবে এই মানসিক বিকৃতি কীভাবে কাজ করে তা বোঝার প্রয়োজন আছে—যাতে আমরা কার্যকরভাবে এই বিকারকে শনাক্ত ও মোকাবিলা করতে পারি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন