বুধবার দুপুর থেকেই মনটা খারাপ। শিক্ষার্থীরা ক্লাস ছেড়ে কাকরাইল মোড়ে। ক্লাস-পরীক্ষা বন্ধ। পুলিশের বেদম পিটুনিতে আহত শিক্ষক-শিক্ষার্থীরা অনেকেই এখনো চিকিৎসা নিচ্ছেন। অন্যদিকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সমস্যা নিয়ে আলাপ করতে এসে বোতল নিক্ষেপের শিকার হয়েছেন। এ কাজ একেবারেই অগ্রহণযোগ্য, আমরা এর নিন্দা জানাই।
চলমান এই আন্দোলন ও নানা ঘটনার ডামাডোলে আমার বিশ্ববিদ্যালয় নিয়ে দুটো কথা বলার তাগিদ অনুভব করছি।
চলতি সেমিস্টারে আমার তিনটি কোর্সে সপ্তাহে অন্তত এক দিন ক্লাস থাকে দুপুর সাড়ে ১২টায়। ওই সময় যখন আমি ক্লাসে ঢুকি, বিশ্বাস করুন, আমার ক্লাস নিতে ইচ্ছা করে না। বেশির ভাগ শিক্ষার্থী এ সময় থাকেন ক্লান্ত। তাঁদের চোখে-মুখে থাকে টানা ক্লান্তিকর দিনযাপনের অবসাদ। কেন এমনটা ঘটে?