
হজের ভিসা আবেদনের শেষ সময় জানাল ধর্ম মন্ত্রণালয়
হজে যেতে আগ্রহী ব্যক্তিদের সোমবার (৫ মে) দুপুর ১২টার মধ্যে ভিসার আবেদন করার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় হজে যেতে পারবেন না হজযাত্রীরা।
রোববার লিড বা সমন্বয়কারী এজেন্সিগুলোর কাছে পাঠানো এক চিঠিতে এ কথা জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এখন পর্যন্ত ১০ হাজারের বেশি হজযাত্রীর ভিসা হয়নি বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
ধর্ম মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় শনিবার (৩ মে) দুপুর ১২টায় জরুরি ক্ষুদেবার্তা পাঠিয়ে জানিয়েছে, যেসব হজযাত্রীর পাসপোর্ট, বায়োমেট্রিক, হোটেল বা বাড়ি ও ফ্লাইটের তথ্য দিয়ে এখনও ভিসার আবেদন দাখিল করা হয়নি তাদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অর্থাৎ ৫ মে দুপুর ১২টার মধ্যে ভিসার আবেদন নুসুক মাসার প্ল্যাটফর্মে দাখিল করতে হবে।
ওই সময়ের পরে নুসুক মাসার প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া হবে। এরপর আর কোনোভাবেই ভিসার আবেদন দাখিল করা যাবে না। উল্লিখিত সময়ের মধ্যে যে হজযাত্রীদের ভিসার আবেদন দাখিল করা হবে না তারা ২০২৫ সালে হজে যেতে পারবেন না।