আপনিও বানাতে পারেন নতুন দল, সুবিধাও অনেক!
নতুন দল প্জারথধতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠনের পর থেকেই বাংলাদেশে তুমুল গতিতে রাজনৈতিক দল গঠন শুরু হলো। কেউ দল বানাচ্ছেন ইনসাফ প্রতিষ্ঠা করতে, কেউ চাচ্ছেন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে। দল গঠনের আগে কেউ ভেবে দেখছেন না তাঁদের আগেও অন্য দল ইনসাফ প্রতিষ্ঠা করার কথা ঘোষণা করেছে এবং সেই দলে যোগ দিয়ে ইনসাফ প্রতিষ্ঠা আরও ত্বরান্বিত করা যায় কি না! গণতন্ত্রের জন্য যাঁরা নতুন দল করছেন, তাঁদের ব্যাপারেও একই কথা বলা যেতে পারে।
বাংলাদেশে নতুন একটি রাজনৈতিক দল গঠন করা তেমন কঠিন কিছু নয়। প্রাথমিকভাবে কিছু লোক লাগবে। কতজন লাগবে তার গৎবাঁধা নিয়ম নেই, যে কজন জোগাড় করা গেছে, তাতেই চলবে। তবে একজন আহ্বায়ক বা কনভেনর তো লাগবেই। যিনি কনভেনর তিনি যদি কিছুটা পরিচিত লোক হন, তাহলে তো সোনায় সোহাগা।
যেমন ইলিয়াস কাঞ্চন নতুন দল করলেন, সবাই চেনেন; সিনেমার নায়ক ছিলেন, দীর্ঘদিন কাজ করেছেন রাস্তাঘাট পথচারীদের জন্য সুরক্ষিত করতে। এখন দেশকে সুরক্ষিত করতে চান। কনভেনর পরিচিত না হলেও ক্ষতি নেই, পরিচিত করার জন্য কিছু পদক্ষেপ নিতে হবে। একটা ব্রশিওরে সুন্দর একটা ছবি এবং তার জনহিতকর কাজকর্ম সব বর্ণনা করে সাংবাদিকদের অনুরোধ করতে হবে একটু ভালো করে ছাপাতে।