
মেজর সিনহা হত্যা: হাই কোর্টে আপিল শুনানি শুরু
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদন (ডেথ রেফারেন্স) ও আপিলের ওপর শুনানি শুরু হয়েছে।
রাষ্ট্রপক্ষের পেপারবুক উপস্থাপনের মধ্য দিয়ে বুধবার বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের হাই কোর্ট বেঞ্চে এ শুনানি শুরু হয়।
বেলা ১১টায় শুনানি শুরুর পর পেপারবুক থেকে জজ আদালতের রায়ের আদেশের অংশ পড়া শুরু করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শামীমা সুলতানা দিপ্তি। এরপর পর্যায়ক্রমে মামলার এজাহার, চার্জশিট, সাক্ষীদের জবানবন্দি ও জেরা এবং রায়ের পূর্ণাঙ্গ বিবরণী তুলে ধরবেন শুনানিতে।
পেপারবুক উপস্থাপন শেষ হলে যুক্তিতর্ক উপস্থাপন করবে রাষ্ট্রপক্ষ। এরপর আসামিপক্ষ তাদের আপিলের উপর যুক্তি তুলে ধরবে। এসব যুক্তিতর্কের জবাব দেবেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা।
এভাবেই স্পর্শকাতর এই মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি এগিয়ে যাবে বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট হুমায়ুন কবির মঞ্জু।
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ‘অগ্রাধিকার ভিত্তিতে’ এ মামলা নিষ্পত্তির জন্য ইতোমধ্যে সিদ্ধান্ত দিয়েছেন।