এবারের পয়লা বৈশাখ কতটা স্বতঃস্ফূর্ত ছিল
চব্বিশের গণ-অভ্যুত্থান, ক্ষমতার পালাবদল, রাষ্ট্র ও সমাজে বিবিধ পরিস্থিতি, মব ভায়োলেন্স, আইনশৃঙ্খলা ইস্যু—সবকিছু মিলিয়ে এবারের পয়লা বৈশাখ কেমন হবে, কতটা স্বতঃস্ফূর্ত হবে, তা নিয়ে অনেকেরই একপ্রকার সংশয় ছিল। থাকাটাই স্বাভাবিক।
আর প্রতিবছর পয়লা বৈশাখ আসলে ধর্ম-সংস্কৃতি নিয়ে ‘বাঙালির হাজার বছরের ঐতিহ্য—কাজিয়া’ এবারও ছিল যথারীতি। সেই কাজিয়া এবার কতটা প্রকট হয়ে ওঠে, তা নিয়েও যে অনেকের মধ্যে দুশ্চিন্তা ছিল না, তা নয়। আর রাজনৈতিক ক্যাচাল থাকবে, তা তো আরও বেশি স্বাভাবিক। যেহেতু বিগত বছরগুলোতে পয়লা বৈশাখকে কীভাবে রাজনীতিকীকরণ করা হয়েছে, সেই আলাপও হাজির আছে।
‘স্বৈরাচারের মুখাকৃতি’ নামে মোটিফে পতিত স্বৈরাচারী শাসক শেখ হাসিনাকে উপস্থাপন নিয়ে পক্ষে-বিপক্ষে তর্ক ছিল শুরু থেকেই। পয়লা বৈশাখের দুই দিন আগে সেটি পুড়িয়েও দেওয়া হলো। অভিযোগ উঠল পতিত শক্তির বিরুদ্ধে। এরপর তো আবারও নতুন করে তৈরিই করা হলো সেই মোটিফ। কয়েকটি ধর্মীয় রাজনৈতিক দল ও গোষ্ঠীর আপত্তির মুখে বা সংখ্যাগরিষ্ঠতাবাদকে তুষ্ট করতে মঙ্গল শোভাযাত্রার নাম পাল্টে করা হলো বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। চারুকলার আয়োজনের ওপর এভাবে সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা নিয়ে সমালোচনা ও তর্ক–বিতর্কও উঠলো।
যাক, এত কিছুর মধ্য দিয়ে চৈত্রসংক্রান্তিতেই উৎসব নিয়ে মানুষের আগ্রহ-উত্তেজনা-উদ্দীপনা-আনন্দ দেখা গেল, তাতেই বোঝা হয়ে যায় এবার পয়লা বৈশাখের আয়োজন কেমন হতে যাচ্ছে।
চৈত্রসংক্রান্তির রাতে নানা দিকে ঘুরে ঘুরে দেখা হলো বিপুল প্রস্তুতি। রাজধানীতে সেদিনও অনেক জায়গায় কনসার্ট ছিল। মধ্যরাত পর্যন্ত মানুষ কনসার্ট উপভোগ করে ঘেমে-তেমে ফিরছে, এমনটা দেখলাম। রাত দুইটা-তিনটা পর্যন্ত রাজধানী ঢাকা শহরের অনেক সড়ক যানজটে নাকাল তখন। পরদিন তো দেখাই গেল, গোটা দেশ উৎসবের আনন্দে কতটা মাতোয়ারা হতে পারে।
এত মেলা, এত অনুষ্ঠান, এত আয়োজন, এত আনন্দ, এত উচ্ছ্বাস, এত ভিড়—পাহাড় থেকে সমতলে এমন পয়লা বৈশাখে আমরা কবে দেখেছিলাম! ছোট-বড় প্রতিটা শহরে, প্রতিটা জেলায়-উপজেলায়, ক্যাম্পাসে ক্যাম্পাসে, প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে, সংগঠনে সংগঠনে এত উৎসব-আয়োজন ছিল, মানুষের ভিড়েই ‘দমবন্ধ’ হওয়া অবস্থা ছিল বলতে হয়।
এ দেশের মানুষ যে উৎসবপ্রিয় জাতি এবং কোনো বিধিনিষেধ বা তর্কবিতর্ক তাদের আটকিয়ে রাখতে পারে না, তা আবারও যেন সত্য হলো। কিন্তু কেন মানুষের এত স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল এবারের পয়লা বৈশাখে?
- ট্যাগ:
- মতামত
- পহেলা বৈশাখ উদযাপন