বাংলা ক্যালেন্ডার আমাদের জাতিসত্তার গুরুত্বপূর্ণ অংশ। এটি শুধু তারিখ গণনার মাধ্যম নয়, বরং আমাদের সংস্কৃতি, কৃষি, আবহাওয়া ও অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। নববর্ষ উদযাপন থেকে শুরু করে কৃষিকাজ, সামাজিক অনুষ্ঠান এবং ঐতিহ্যবাহী উৎসবগুলো এ ক্যালেন্ডারের ওপর নির্ভরশীল। কিন্তু দীর্ঘদিন ধরে বাংলা ক্যালেন্ডারের গণনা পদ্ধতিতে একধরনের সময়চ্যুতি ঘটে আসছে, যা প্রকৃতি ও ঋতুচক্রের সঙ্গে সামঞ্জস্য রাখতে ব্যর্থ হচ্ছে। ফলে বাংলা মাস ও ঋতুর মধ্যে যে সুন্দর সামঞ্জস্য ছিল, তা বিলীন হয়ে যাচ্ছে।
ক্যালেন্ডারে ৩৬৫ দিনে এক বছর ধরা হয়। কিন্তু বাস্তবে পৃথিবী সূর্যের চারদিকে একবার ঘুরতে ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৬ সেকেন্ড সময় নেয়। এ অতিরিক্ত প্রায় ৬ ঘণ্টাকে যদি সমন্বয় করা না হয়, তবে কয়েক শতাব্দীর ব্যবধানে ক্যালেন্ডারের দিন, তারিখ ও প্রকৃত ঋতুর মধ্যে বড় ধরনের পার্থক্য তৈরি হবে। এ পার্থক্য দূর করতে গ্রেগরিয়ান ক্যালেন্ডারে প্রতি চার বছর পর একদিন যোগ করা হয় (ফেব্রুয়ারির ২৯ দিনের হয়), অর্থাৎ সাধারণ ৩৬৫ দিনের পরিবর্তে বছরটি হয় ৩৬৬ দিন। বছরটিকে লিপইয়ার বা অধিবর্ষ বলা হয়।