শেষদিনেও ভোগান্তি ছাড়া পদ্মা পাড়ি দিচ্ছে কর্মস্থলমুখী মানুষ

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৫, ১১:৫৮

ঈদের ছুটির আজ শেষদিনেও ভোগান্তি ছাড়াই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার দৌলতদিয়া ঘাট ব্যবহার করে পদ্মা নদী পার হচ্ছেন কর্মস্থলমুখী মানুষ। শনিবার (৫ এপ্রিল) সকাল থেকে দৌলতদিয়া লঞ্চ ও ফেরি ঘাট এলাকায় এমন চিত্র দেখা যায়।


এদিকে দৌলতদিয়া বাস টার্মিনাল ও ঘাট এলাকায় কোনো যানজট না থাকায় এবং দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পর্যাপ্ত ফেরি ও লঞ্চ চলাচল করায় কোনো প্রকার ভোগান্তি ছাড়াই দৌলতদিয়া হয়ে পাটুরিয়া গিয়ে গন্তব্যে যাচ্ছে মানুষ। প্রতিটি ফেরিতে যাত্রীবাহী বাসের চেয়ে ছোট গাড়ি ও মোটরসাইকেল পার হচ্ছে বেশি।


অন্যদিকে গত ২৪ ঘণ্টায় দৌলতদিয়া প্রান্ত দিয়ে প্রায় সাড়ে ৪ হাজারের বেশি যানবাহন পদ্মা পার হয়ে গন্তব্যে গেছে।


জানা গেছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট। এবার ঈদে দীর্ঘ ছুটি হওয়ায় দৌলতদিয়া ঘাটে কোনো প্রকার ভোগান্তি ছাড়াই ঈদের আগে যাত্রী ও যানবাহন ঘরমুখো হয়েছে। তেমনি ঈদের পরও একইভাবে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে জীবিকার তাগিদে কর্মস্থলে ফিরছেন মানুষ। ফলে দৌলতদিয়ায় কর্মস্থলমুখী যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও ভোগান্তি ছাড়াই নদী পার হচ্ছে যাত্রী ও যানবাহনগুলো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও