বাংলাদেশের মতো এত সাম্প্রদায়িক সম্প্রীতি কোথাও নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রথম আলো প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৫, ১৮:০১

বাংলাদেশের মতো এত সাম্প্রদায়িক সম্প্রীতি কোথাও নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে সনাতন ধর্মাবলম্বীদের মহাষ্টমী স্নানোৎসব পরিদর্শনে এসে তিনি এ মন্তব্য করেন।


স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি সব সময় আছে। এখানে যত সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, তা কোথাও নেই। আপনারা আশপাশে দেখেন, কোথায় কত কী ঘটে। আমাদের এখানে হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিষ্টান সব ভাইবোনেরা একসঙ্গে আছে। সবাই একসঙ্গে কাজ করছে।’


লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘গত বছরের তুলনায় এবার প্রচুর পুণ্যার্থী এসেছে। এখানে স্নান করার পর সবাই পবিত্র হয়ে যায়। আপনারা যেন সব সময় পবিত্র থাকতে পারেন।’ সবাইকে ধৈর্য ধরে পুণ্যস্নান করার আহ্বান জানান তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও