You have reached your daily news limit

Please log in to continue


দে‌শে খাদ্য নিরাপত্তা নি‌য়ে কো‌নো শঙ্কা নেই : খাদ্য উপ‌দেষ্টা

খাদ‌্য ও ভূ‌মি উপ‌দেষ্টা আলী ইমাম মজুমদ‌ার ব‌লে‌ছেন, ‘সরকা‌রের কা‌ছে য‌থেষ্ট খাদ‌্যশস‌্য মজুত র‌য়ে‌ছে। খাদ‌্য নিরাপত্তা নি‌য়ে কো‌নো ধর‌ণের শঙ্কা নেই। গত বন‌্যায় আমন ধা‌নের যে ক্ষ‌তি হ‌য়ে‌ছে, সে ক্ষ‌তি পু‌ষি‌য়ে নি‌তে সরকার খাদ‌্যশস‌্য আমদা‌নি কর‌ছে।’ আজ শ‌নিবার (৫ এপ্রিল) দুপু‌রে কি‌শোরগ‌ঞ্জের হাওর উপ‌জেলা অষ্টগ্রা‌মে এক কৃষক সমা‌বে‌শে তি‌নি এসব কথা ব‌লেন।

তি‌নি আরো ব‌লেন, ‘কৃষক ও জিরা‌তিরা হ‌লো দে‌শ উন্নয়‌নের প্রথম সা‌রির সৈ‌নিক। তারা ভা‌লো থাক‌লে দেশ ভা‌লো থাক‌বে। মাথার ঘাম পা‌য়ে ফে‌লে তারা যে ফসল ফলায়, তা দি‌য়ে আমা‌দের বিপুল জনগোষ্ঠীর খাদ‌্য জোগান হয়। তি‌নি এ সময় হাও‌রের সেচ সমস‌্যা, মাছ ধরার অজুহা‌তে অ‌বৈধভা‌বে খাল‌বিল শু‌কি‌য়ে ফেলার প্রবনতা, সার ও বীজের প্রাপ‌্যতা নি‌শ্চিত করা, ফসল সংরক্ষণ ও এগু‌লোর ন‌্যায‌্যমূল‌্য নি‌শ্চিত কর‌তে সরকার কাজ কর‌ছে ব‌লেও উপ‌স্থিত সবাইকে আশ্বস্ত  ক‌রেন।’

খাল‌-বিল ও নদ-নদী শু‌কি‌য়ে যাওয়া প্রস‌ঙ্গে উপ‌দেষ্টা ব‌লেন, মেঘনাসহ বড়বড় নদীগু‌লোও আজ নাব‌্যতা সঙ্ক‌টে ভুগ‌ছে। হাও‌রের খাল‌বিলগু‌লো শু‌কি‌য়ে যা‌চ্ছে। খাল খন‌ন কর্মসূ‌চির মাধ‌্যমে স্থানীয় খালগু‌লো খনন করা সম্ভব। আর বড় নদনদীগু‌লো খনন কর‌তে সরকা‌র চেষ্টা চা‌লি‌য়ে যা‌চ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন