ভোগান্তিহীন যাত্রায় স্বস্তিতেই ঢাকায় ফিরছে মানুষ, আজ চাপ বাড়বে

কালের কণ্ঠ প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৫, ০৮:৩৫

পরিবারের সঙ্গে ঈদুল ফিতর উদযাপন করে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। গতকাল শুক্রবার ঈদের পঞ্চম দিন পার হলেও ঢাকায় ফেরা মানুষের ভিড় দেখা যায়নি। তবে আজ শনিবার থেকে যাত্রীর চাপ বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। 


আগামীকাল শেষ হবে পবিত্র ঈদুল ফিতরের ৯ দিনের দীর্ঘ ছুটি।

ফলে নাড়ির টানে ঢাকা ছেড়ে যাওয়া মানুষ আজ ফিরতে শুরু করবে পুরোদমে। কেউ কেউ যানজট এড়াতে আগেই ঢাকায় চলে আসছে। তবে বিগত বছরগুলোর মতো এবার ভোগান্তি নেই। তীব্র ভিড় আর যানবাহনের চাপ, কোনোটিই নেই রাজধানীর প্রবেশ ও বাইরের মুখগুলোতে।


সায়েদাবাদ বাস টার্মিনালের পরিবহন শ্রমিকরা বলছেন, ফিরতি যাত্রীর চাপ এখনো কম। তবে আজ চাপ বাড়বে। রাজধানীতে ফিরতে কোথাও তেমন ভোগান্তিতে পড়তে হচ্ছে না বলে ভাষ্য যাত্রীদের। ভোগান্তিহীন যাত্রায় স্বস্তি প্রকাশ করছে নগরে ফেরা মানুষ।


নতুনবাজারের বাসিন্দা শাওন আহমেদ বলেন, ‘চাঁদপুর থেকে বিকেল ৫টায় রওনা দিয়ে সন্ধ্যা ৭টায় ঢাকায় পৌঁছেছি। তবে শুরুতে বাস পাচ্ছিলাম না। বাসগুলো তাদের কাউন্টার থেকে ভর্তি হয়ে আসছিল।’


স্টার লাইন বাসের এক চালক তপন চৌধুরী জানান, ফেনী থেকে যাত্রী নিয়ে বিকেল সাড়ে ৩টায় রওনা দিয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকায় পৌঁছেছেন। যানজট বা অন্য কোনো ঝামেলায় পড়তে হয়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও