
কেমন কাটবে তাদের ঈদ
দেশ রূপান্তর
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৫, ১১:২৫
ঈদ এলেই উৎসবের রঙ ছড়িয়ে পড়ে চারপাশে। তারকারাও ব্যতিক্রম নন। সাধারণ মানুষের মতো পর্দার মানুষগুলোও এই দিনটিকে ঘিরে সাজিয়ে রাখেন বিশেষ পরিকল্পনা। শুটিংয়ের ব্যস্ততা শেষে পরিবারের সঙ্গে সময় কাটানো, বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা, ঘুরে বেড়ানো সব মিলিয়ে ঈদ মানেই বাড়তি আনন্দ।
সারা বছর শুটিং আর কাজের চাপে দম ফেলার সময় পান না, হালের জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। তাই এবারের ঈদটা একটু অন্যরকমভাবে কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পরিবারসহ উড়াল দেবেন ব্যাংককে! মিম বলেন, ‘শুধু ঈদই নয়, ওখানে একটু রেস্ট নেব, ফ্যামিলির সঙ্গে ভালো সময় কাটাব। আর শপিং তো থাকছেই!’ ঈদের ব্যস্ততা শেষে একটুখানি শান্তি খুঁজতেই এই ছোট্ট বিদেশযাত্রা।