You have reached your daily news limit

Please log in to continue


বিয়ের পর প্রথম ঈদ সোনাক্ষী-জহিরের, শ্বশুরবাড়িতে কেমন আছেন নায়িকা

বলিউড তারকা সোনাক্ষী সিনহা ও জহির ইকবালের বিয়ের পর একসঙ্গে প্রথম ঈদ। গত বছর এ তারকাজুটি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। বিয়ের আগে সাত বছর তারা প্রেম করেছেন। শোনা যায়, ভিন্ন ধর্মে বিয়ের জন্য বেশ কিছু সমস্যা তৈরি হয়েছিল পরিবারে। বিয়ের সময় বিতর্কও তৈরি হয়েছিল। তবে তাদের বিয়েতে কোনো ধর্মীয় রীতিনীতি ছিল না। আইনিভাবে বিয়ের আনুষ্ঠানিকতা তারা সম্পন্ন করেন। সোনাক্ষী একাধিক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তারা প্রথমেই সিদ্ধান্ত নেন, কেউ ধর্ম পরিবর্তন করবেন না।

কিন্তু সোনাক্ষী-জহির একে অন্যের ধর্মকে সম্মান করেন। তাই একই সঙ্গে ‘গুড়ি পাড়ওয়া’ ও ‘ঈদ’ পালন করলেন এ তারকা দম্পতি। ঈদ উপলক্ষে এক বন্ধুর বাড়িতে গিয়েছিলেন সোনাক্ষী ও জহির। সোনাক্ষীর পরনে ছিল কালো রঙের কুর্তা ও পাজামা। তার সঙ্গে মানানসই গয়না ও জুতা। অন্যদিকে জহির পরেছিলেন সাদা কুর্তা ও কালো প্যান্ট। এমন সাজেই ফটো সাংবাদিকদের ক্যামেরায় ধরা দেন তারা। সাংবাদিকদের একই সঙ্গে তার ঈদ ও গুড়ি পাড়ওয়ার শুভেচ্ছা জানান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন