সালমানকে নিয়ে বদনাম, জবাব দিলেন রাশমিকা এবং নায়ক নিজে

প্রথম আলো প্রকাশিত: ৩১ মার্চ ২০২৫, ১২:১১

ঈদ উপলক্ষে রোববার মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত ছবি ‘সিকান্দার’। এ আর মুরুগাদস পরিচালিত ছবির জোর প্রচারণা করেছেন এই বলিউড তারকা। সেটে দেরি করে আসা, কাজকে হাল্কাভাবে নেওয়া, রগচটা এসব নানান দুর্নাম সালমানের নামে শোনা যায়। এসব দুর্নাম নিয়ে এবার মুখ খুলেছেন তিনি।


সম্প্রতি সিকান্দার ছবির প্রচারণার সময় সালমান বলেছেন, ‘আমি সেটে দেরিতে পৌঁছাই, আমি কাজকে হাল্কাভাবে নিই—আমার নামে এ রকম অনেক কাহিনি শোনা যায়। আমি যদি সময়ের ব্যাপারে শৃঙ্খল না হতাম বা সময়কে ঘিরে উদাসীন থাকতাম, তাহলে আমি ১০০টির বেশি ছবি কী করে করতাম?’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও