
ঈদের দিনে টেলিভিশনে যত নাটক ও টেলিফিল্ম
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ৩১ মার্চ ২০২৫, ১২:৩২
প্রতিবছরের মত এবারও ঈদুল ফিতরে টেলিভিশন স্টেশনগুলোয় প্রচারিত হবে নতুন নাটক ও টেলিফিল্ম।
চ্যানেল আই, এনটিভি, আরটিভি, দীপ্ত টিভি, মাছরাঙায় দেখা যাবে বেশ কিছু একক, ধারাবাহিক নাটক ও টেলিফিল্ম।
ঈদের দিন থেকে শুরু করে কোনো কোনো চ্যানেলে পরবর্তী এক সপ্তাহ ধরে এসব নাটক-টেলিফিল্ম দেখা যাবে। এছাড়া একক নাটকের পাশাপাশি ধরাবাহিক নাটক প্রচারের পরিকল্পনা নিয়েছে টেলিভিশন স্টেশনগুলো।