
একদিন ফার্নিচারের মতো শক্ত হয়ে যাব: সাদিয়া আয়মান
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ৩১ মার্চ ২০২৫, ১১:৪৫
ইমরুল রাফাতের নাটক ‘টু বি ওয়াইফ’ দিয়ে পর্দায় অভিষেক হয় সাদিয়া আয়মানের। তাকে দেখা গেছে মিজানুর রহমান আরিয়ান পরিচালিত নাটক ‘ফুলের নামে নাম’, গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত চলচ্চিত্র ‘কাজলরেখা’ ও শিহাব শাহীন পরিচালিত ওয়েব ফিল্ম ‘মায়া শালিক’ প্রভৃতিতে। ঈদ উপলক্ষে তিনি হাজির হয়েছিলেন জাগো তারকায়। সেখানে তিনি নিজের জানা-অজানা অনেক গল্প শোনালেন। তারই চুম্বকাংশ তুলে ধরা হলো জাগো নিউজের পাঠকদের জন্য।
জাগো নিউজ: ঈদে কাজের ব্যস্ততা কেমন ছিল?
সাদিয়া আয়মান : অনেক বিজি ছিলাম। বছরজুড়েই অনেক কাজ থাকে। তবে ঈদকে কেন্দ্র করে ব্যস্ততা বেড়ে যায়। অনেক নাটকে অভিনয় করেছি। সেগুলো প্রচার হবে ঈদে। পাশাপাশি একটা ওয়েব সিরিজেও কাজ করেছি এবার। সেটার শুটিং, ডাবিং নিয়েও বেশ ব্যস্ততা ছিল।