পেশায় সাংবাদিক হলেও গানটা যেন মিশে আছে তাঁর রক্তে। তাই শত ব্যস্ততার মধ্যেও প্রাণের টানেই গানটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন রেজা করিম। তবে মাঝখানে কিছুদিন দূরে ছিলেন গান থেকে। ৫ বছর পর আবারও নিজের গান নিয়ে সংগীতজগতে আনুষ্ঠানিকভাবে ফিরেছেন রেজা। তাঁর নতুন মৌলিক গান ‘বাউলা বাতাসে’ এসেছে পবিত্র ঈদুল ফিতরে। গানটি ‘ওভারডোজ’ এবং রেজা করিমের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। গতকাল রোববার সন্ধ্যায় প্রকাশ পেয়েছে গানটি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রেম-বিরহের নিরন্তর অনুভূতিকে উপজীব্য করে রচিত হয়েছে গান ‘বাউলা বাতাসে’। গানটির কথা লেখার পাশাপাশি তাতে সুর ও কণ্ঠ দিয়েছেন শিল্পী নিজেই। গানটির সংগীতায়োজনে ছিলেন নাদিম ও জুয়েল মাহমুদ।