
‘সামনে কাজ ভালো না পাইলে পুরান কাপড়েই ঈদ’
পরিবারের চার সদস্যের মুখে তিনবেলা খাবার যোগাতেই হিমশিম অবস্থা দিনমজুর জলিল উদ্দিনের; এর মধ্যে নয় বছরের মেয়েটা বায়না ধরেছে ঈদের নতুন জামা লাগবেই।
রাজধানীর মিরপুর ১২ নম্বরের কালাপানি বস্তিতে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে থাকেন জলিল। মাটি কাটার কাজ করলেও প্রতিদিন কাজ মেলে না। ফলে হাতে জমানো কোনো টাকাও থাকে না।
মেয়ের আবদার নিয়ে মা খাদিজা আক্তার বললেন, “ওর বাপ প্রতিদিন কাজ পায় না। পাইলে কিছু টাকা জমাইয়া কিনে দিতে পারতাম। ছোটটা বুঝে না দেখে কিছু চায় না, এইটা বুঝতেছে নতুন কাপড়।
“সামনে যদি ভাল কাজ পায়, তাইলে হয়ত কিনে দিতে পারুম। নইলে পুরান কাপড়েই ঈদ করা লাগব।”
বায়না ধরলেও নতুন জামা যে অনিশ্চিত, নয় বছরের শিশুটিও সেটি জানে। তার ভাষ্য, “চাইতেছি তো সেই কবে থেকেই। কবে কিনে দিবে জানি না। আমার লগের সবাই নতুন জামা কিনছে।”
ঈদ চলে আসায় মজুরির কিছু টাকা বাঁচানোর চেষ্টা করছেন নির্মাণ শ্রমিক নূর নাহার। একমাত্র ছেলের জন্য ঈদের জামা কিনে দেবেন তিনি।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ঈদুল ফিতর
- নতুন পোশাক