নতুন বাস্তবতায় রোহিঙ্গা সংকট

যুগান্তর ব্রি. জে. (অব.) হাসান মো. শামসুদ্দীন প্রকাশিত: ১৫ মার্চ ২০২৫, ১২:৩৩

১৭৮৪ সালে বর্মী রাজা বোধাপায়ার আরাকান দখলের মধ্য দিয়ে স্বাধীন আরাকান বার্মার সঙ্গে যুক্ত হয়। পরবর্তীকালে প্রথম ইঙ্গ-বর্মী যুদ্ধের পর ১৯২৮ সালে আরাকান ইংরেজদের দখলে আসে। ১৯৪৮ সালে বার্মা স্বাধীন হলে আরাকান বার্মার অন্তর্ভুক্ত একটা রাজ্যে পরিণত হয়। তখন থেকেই আরাকানের জনগণ স্বাধীনতার জন্য সংগ্রাম করে আসছিল। স্বাধীনতা হারানোর বহু বছর পর আরাকানের রাজনৈতিক দল ইউনাইটেড লীগ অব আরাকানের সশস্ত্র শাখা আরাকান আর্মি মিয়ানমারের সেনাবাহিনীকে রাখাইনের ঘাঁটিগুলো থেকে উচ্ছেদ করে সেখানে তাদের উপস্থিতির জানান দিতে সক্ষম হয়।


রাখাইন রাজ্যের ১৭টি টাউনশিপের মধ্যে ১৪টি আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে। চকপিউ, সিতওয়ে ও মুনাং শহরতলি এখন তাতমাদাও তথা মিয়ানমার আর্মির নিয়ন্ত্রণে। রাখাইনের বেশির ভাগ এলাকা আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকলেও রাখাইনের পরিস্থিতি নিরাপদ ও স্থিতিশীল নয়। মিয়ানমার বিমানবাহিনী সিতওয়ে ও পাউকটাও এলাকায় বিমান আক্রমণ চালিয়ে যাচ্ছে; ফলে মৃত্যু, ধ্বংস ও বাস্তুচ্যুতি বেড়ে চলেছে। ক্রমবর্ধমান রাখাইন পরিস্থিতি বাংলাদেশের জন্য রোহিঙ্গাদের প্রবাহ সামলানো, সীমান্তের নিরাপত্তা বজায় রাখা এবং এ অঞ্চলের জটিল ভূ-রাজনৈতিক কারণগুলো সঠিকভাবে মোকাবিলার ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করেছে। উপযুক্ত কূটনৈতিক, মানবিক ও নিরাপত্তাব্যবস্থা ছাড়া এ সমস্যাগুলো বাংলাদেশের ভবিষ্যৎ স্থিতিশীলতা এবং অর্থনীতির জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও