
নারী শ্রমিকদের বিদেশে যাওয়া কমছে, নেপথ্যে অত্যাচার-প্রতারণা
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৮ মার্চ ২০২৫, ১১:৩১
বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে কাজের জন্য পাড়ি জমানো নারী শ্রমিকের সংখ্যা কমছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত নারীদের অনেকেই নিপীড়ন, প্রতারণা ও শারীরিক-মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন। ফলে তারা বাধ্য হয়ে দেশে ফিরছেন দুঃসহ অভিজ্ঞতা নিয়ে। এছাড়া বিদেশে কাজ করতে আগ্রহী নারীদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দক্ষতার অভাব। ফলে নারীদের কর্মসংস্থানের সুযোগ কমছে।
২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত ১০ বছরে বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে যাওয়া নারী কর্মীর সংখ্যা ৮ লাখ ৯৫ হাজার ২১ জন।
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ২০১৫-২০১৯ সাল পর্যন্ত ৫ বছরের তুলনায় ২০২০-২০২৪ সাল পর্যন্ত ৫ বছরে নারী শ্রমিক রপ্তানির হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।