You have reached your daily news limit

Please log in to continue


ধর্ষণ-নিপীড়নের বিরুদ্ধে নারীদের সমাবেশ, স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ দাবি

ধর্ষণ, নিপীড়ন ও সহিংসতার বিরুদ্ধে রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে প্রতিবাদ সমাবেশ করেছেন একদল নারী। আজ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এই সমাবেশে অংশ নেন প্রায় দুই শতাধিক নারী। সমাবেশে তাঁরা স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণসহ পাঁচটি দাবি তুলে ধরেন।

সমাবেশে মূল বার্তা পড়ে শোনান নারী অধিকার কর্মী নাসরিন সিরাজ। তিনি বলেন, ‘বাংলাদেশের সব নারীদের নিরাপত্তা এখন একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে দেশজুড়ে সমাজের সব স্তরের নারীদের বিরুদ্ধে হয়রানি, নির্যাতন, ধর্ষণ, গণপিটুনি ও সাইবার বুলিংয়ের উদ্বেগজনক ঘটনা ঘটছে। এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। বরং এটি নারীদের বিরুদ্ধে একটি সুপরিকল্পিত সহিংসতা ও ভয় দেখানোর ধারাবাহিক প্যাটার্নের অংশ।’

মূল বার্তায় আরও বলা হয়, ‘অন্তর্বর্তীকালীন সরকার, যা গণ-আন্দোলন এবং জনগণের বিচার, স্বাধীনতা ও বৈষম্যহীনতার দাবির মাধ্যমে ক্ষমতায় এসেছে, এখন পর্যন্ত তাদের প্রতিশ্রুতি ও আকাঙ্ক্ষা রক্ষা করতে ব্যর্থ হয়েছে। নারীদের বিরুদ্ধে ধারাবাহিক হামলার বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ তারা গ্রহণ করেনি, অপরাধীদের আইনের আওতায় আনেনি। বরং তাদের নিষ্ক্রিয়তা এসব অপরাধকে আরও উসকে দিয়েছে। সরকারের এই নিষ্ক্রিয়তা খুবই উদ্বেগজনক, যেন নারীদের ওপর হামলা ও ভয় দেখানো স্বাভাবিক ও গ্রহণযোগ্য ঘটনা।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন