
বাজেট নিয়ে অন্তর্বর্তীকালে কী ভাবছে সরকার?
২০২৫-২৬ অর্থবছর শুরু হতে আর মাত্র চার মাসেরও কম সময় বাকি। দেশে অন্তর্বর্তী সরকারের পরিবর্তে স্বাভাবিক অবস্থা বিরাজমান থাকলে আসন্ন নতুন অর্থবছরের বাজেট প্রস্তুতি নিয়ে এরই মধ্যে নিশ্চয় ব্যাপকভিত্তিক আলাপ-আলোচনা শুরু হয়ে যেত। বিশেষত এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের প্রস্তুতি ও সেসব কর্মকাণ্ডের অগ্রগতি, অংশীজনদের সঙ্গে তাদের আলাপ-আলোচনা ও সেসবের ফলাফল, সম্পদ সমাবেশের ব্যাপারে সরকারের চিন্তাভাবনা ও এক্ষেত্রে বৈদেশিক সহায়তাগ্রহণ কৌশল ইত্যাদি নিয়ে নানা খবরা-খবর, লেখালেখি ও কথাবার্তায় গণমাধ্যমগুলো এরই মধ্যে অনেকটা সরব হয়ে ওঠত।
কিন্তু সে ধরনের সরবতার প্রায় কিছুই এখন লক্ষ করা যাচ্ছে না। অবশ্য রাজনৈতিক সরকারগুলোর আমলে এ ধরনের বাজেট-পূর্ব আলোচনার আধিক্য ছিল বলেই যে সে সময়ে অনেক ভালো বাজেট হয়েছে—এমনটি বলা যাবে না। তার পরও মানতেই হবে যে একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় এ ধরনের আলাপ-আলোচনার বিশেষ গুরুত্ব ও তাৎপর্য রয়েছে। কিন্তু এ মুহূর্তে দেশে কোনো নিয়মিত রাজনৈতিক সরকার না থাকায় সে ধরনের আলোচনার সুযোগ অনেকটাই সীমিত হয়ে পড়েছে। অবশ্য এর পরও আশা করব যে সরকার বিশেষত অর্থ মন্ত্রণালয় তাদের এ-বিষয়ক তৎপরতা সম্পর্কে সময়ে সময়ে জনগণকে অবহিত রাখবে।