যারা নিয়মিত কর দিচ্ছে তাদের ওপরই করের বোঝা বাড়ছে

বণিক বার্তা ড. এ কে এনামুল হক প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৩

ড. এ কে এনামুল হক, ডেপুটি ভাইস চ্যান্সেলর, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস। এর আগে তিনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিভাগীয় প্রধান ও অধ্যাপকের ভূমিকা পালন করেছেন। অন্তর্বর্তী সরকারের অনুমোদনপ্রাপ্ত ১২ সদস্যের শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য হিসেবে কাজ করেছেন। এছাড়া তিনি এশিয়ান সেন্টার ফর ডেভেলপমেন্টের সম্মানিত নির্বাহী পরিচালক এবং ইকোনমিক রিসার্চ গ্রুপের পরিচালক। সাম্প্রতিক অর্থনীতির নানা প্রশ্ন নিয়ে সম্প্রতি কথা বলেন বণিক বার্তায়। সাক্ষাৎকার নিয়েছেন সাবিদিন ইব্রাহিম


সম্প্রতি সরকার কয়েকটি পণ্যের ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) বাড়িয়েছে, যা বাজারে কিছুটা অস্থিরতা সৃষ্টি করেছে। সরকারের কাছে ভ্যাট বাড়ানো ছাড়া আর কোনো বিকল্প ছিল না?


যতটুকু বোঝা যায়, সরকার এ পদক্ষেপ আইএমএফের শর্ত পূরণের জন্য গ্রহণ করেছে। তবে আমার মনে হয়েছে, এ মুহূর্তে এটি কার্যকর না করে সরকার বলতে পারত, ‘আমি আলোচনা করে সিদ্ধান্ত নেব।’ এবং এই আলোচনার পরিধি শুধু সরকারের অভ্যন্তরীণ পর্যায়ে সীমাবদ্ধ না রেখে, অর্থনীতির বিভিন্ন স্তরের বিশেষজ্ঞদের সঙ্গে হওয়া উচিত ছিল।



আমরা সাধারণত স্টেকহোল্ডার বলতে কেবল ব্যবসায়ী সম্প্রদায়কে বুঝি, কিন্তু অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ব্যবসায়ীদের বাইরেও অনেক গুরুত্বপূর্ণ পক্ষ রয়েছে। ভ্যাট বৃদ্ধির পর অর্থনৈতিক মহলের অনেকে বলছেন যে এ সিদ্ধান্ত যথাযথ হয়নি। সরকারের উচিত ছিল বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করে কর-জিডিপি বাড়ানোর কৌশল নির্ধারণ করা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও