
মা–মেয়ে মিলিয়ে সাজি বসন্তের সাজ
প্রথম আলো
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৩৭
ছোট্ট মেয়েটি এই বসন্তে হয়তো পাবে তার প্রথম শাড়ি। হাতে চুড়ি আর চুলে ফুল গুঁজে দেবে মা। দেশি উৎসবে অনেকটা শখ করেই শিশুদের পরানো হয় শাড়ি বা কামিজ। আরামের কথা চিন্তা করে অনেকে ফ্রকও পরান।
তাই তো শত ব্যস্ততার মধ্যেও সন্তানের জন্য বসন্তের রঙিন পোশাক খুঁজে ফিরছেন মা–বাবারা। ভিড় করছেন শিশুদের পোশাকের দোকানগুলোয়। সেলাই করা শাড়ি থেকে স্কার্ট-টপ—ছোটদের সব ধরনের পোশাকেই রাখা হয়েছে মনের মতো রং-নকশা।