![](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2023March/shahana-20250212095016.jpg)
আমাদের রাতের ঘুম কমছে এবং স্বার্থপরতা বাড়ছে
পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, 'তিনিই স্বীয় রহমতে তোমাদের জন্য রাত ও দিন সৃষ্টি করেছেন, যাতে তোমরা রাতে বিশ্রাম গ্রহণ করো ও তার অনুগ্রহ অন্বেষণ করো এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। ' (সুরা কাসাস, আয়াত : ৭৩)। এই আয়াতের মাধ্যমে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন উপার্জনের জন্য হলো দিন, আর আরাম করার জন্য হলো রাত।
অথচ এখন আমাদের দেশে অবস্থা দাঁড়িয়েছে যে এক শ্রেণির মানুষ রাতকে ভাঙচুর, আন্দোলন, সংগ্রাম, হামলা, মামলা চালানোর সময় হিসেবে বেছে নিয়েছেন। রাতে চুরি, ডাকাতি, ছিনতাই হয়ে থাকে নিয়মিত। এখন এগুলোর পাশাপাশি শুরু হয়েছে হামলা, মামলা ও অপারেশন সার্চলাইট টাইপের ব্যাপার। এইসব ঘটনা প্রবাহের নিউজ আপডেট পাওয়ার জন্য আমাদের মতো কিছু বোকা মানুষ ঘুম বাদ দিয়ে কিছুক্ষণ পর পর টিভি বা টেলিফোনের স্ক্রিনে চোখ রাখছি। এছাড়াও আমাদের আরো আছে ফেইসবুক, নেটফ্লিক্স, প্রাইম, ম্যাসেঞ্জার, ইনস্টাগ্রাম, রিলসহ আরো কত কী, যা রাতের ঘুমকে হারাম করার জন্য যথেষ্ট।