![](https://media.priyo.com/img/500x/https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/11/ec-opy-67aa7ea75d50e.jpg)
নির্ভুল ও পূর্ণাঙ্গ ভোটার তালিকা সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত
গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার পরিবর্তনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কোনো বিকল্প নেই। গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই জনগণ তাদের পছন্দীয় ব্যক্তি ও দলকে একটি নির্দিষ্ট সময়ের জন্য দেশ পরিচালনার দায়িত্ব প্রদান করে থাকে। জনগণ হচ্ছে দেশের একচ্ছত্র মালিক এবং সরকার হচ্ছে জনগণের পক্ষ থেকে রাষ্ট্রপরিচালনায় দায়িত্বপ্রাপ্ত আমানতদার মাত্র।
গণতান্ত্রিক পদ্ধতিতে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় পরিবর্তন হয়। কোনো দেশে উদার গণতন্ত্র থাকলে সেই দেশের সরকার সব সময় চেষ্টা করে কীভাবে জনগণকে সন্তুষ্ট রাখা যায়। সরকার এমন কোনো কাজ করতে চায় না, যাতে সাধারণ মানুষ তাদের ওপর বিরক্ত বা ক্ষুব্ধ হয়। কিন্তু উন্নয়নশীল দেশগুলোতে সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত হলেও পরবর্তীকালে গণবিরোধী আচরণের মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করার জন্য যত ধরনের কৌশল আছে, তা প্রয়োগ করে থাকে।
- ট্যাগ:
- মতামত
- গণতান্ত্রিক
- উন্নয়নশীল দেশ