
অন্তর্বর্তী সরকারের ৬ মাস: আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো উদ্বেগজনক
অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের ছয় মাস পরেও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনের উদ্বেগ কাটেনি। দেশে অহরহই ঘটছে ছিনতাই, চাঁদাবাজি, এমনকি হত্যাকাণ্ডও।
গত ছয় মাসে উল্লেখযোগ্য সংখ্যক সন্দেহভাজন অপরাধী, ছিনতাইকারী ও চাঁদাবাজ গ্রেপ্তার হলেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনীগুলো। এ কারণে নাগরিকদের বড় একটি অংশ নিজেদের নিরাপদ ভাবতে পারছেন না।
সাম্প্রতিক মাসগুলোতে ঢাকার বেশ কিছু এলাকায় দিনের আলোয় ধারালো অস্ত্র নিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এতে সন্ধ্যার পর বের হতে ভয় পাচ্ছেন অনেকেই।
পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার তানভীর ইসলাম জানান, চার মাসের ব্যবধানে ঢাকার মোহাম্মদপুর এলাকায় দুইবার ছিনতাইয়ের শিকার হয়েছেন তিনি। গত বছরের সেপ্টেম্বর মাসে ছিনতাইকারীদের কবলে পড়ার পর এ বছরের জানুয়ারিতে আবার একই ঘটনা ঘটে তার সঙ্গে।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি আর রাতে নিরাপদ বোধ করি না। আর, মোহাম্মদপুরে কোনো সময়ই নিরাপদ নয়। ছিনতাইকারীরা ছুরিকাঘাত করেও জিনিসপত্র নিয়ে যাচ্ছে।'