তাপপ্রবাহে হাঁসফাঁস দেশ, আজও স্বস্তি মিলবে না

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৫, ০৯:৪৮

রাজশাহী, পাবনা, নওগাঁ, নীলফামারী, যশোর, ঢাকা, ফরিদপুর এবং রাঙ্গামাটি জেলার ওপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। যা আজও দিনভর অব্যাহত থাকতে পারে। একইসঙ্গে দিনের তাপমাত্রাও কমার সম্ভাবনা নেই। ফলে দেশজুড়ে গরমের অনুভূতি বজায় থাকার সম্ভাবনা রয়েছে।


সোমবার (৩১ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।


পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের মধ্যে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও