মেহেরপুরে মাইক্রোবাসের ধাক্কায় নিহত ৩

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৫, ০৯:৪২

মেহেরপুরে মাইক্রোবাসের ধাক্কায় শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। সোমবার (৩১ মার্চ) সন্ধ্যায় মেহেরপুর শহরের কাছে আহাম্মদ আলী টেকনিক্যাল কলেজের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। 


নিহতরা হলেন- সদর উপজেলার উজুলপুর গ্রামের হাসানুজ্জামান মোল্লার ছেলে অগ্রণী ব্যাংকের কর্মকর্তা আক্তারুজ্জামান শোভন (২৭), ভ্যানচালক হাসান আলীর ছেলে শিশু যোবায়ের হোসেন (১০) ও সদর উপজলোর বাড়িবাকা গ্রামের মোখলেছুর রহমানের ছেলে আল ইমরান (২৮)।


আক্তারুজ্জামান ঘটনাস্থলেই মারা যান। শিশু যোবায়ের হোসেন ও আল ইমরান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান। আহতরা হলেন- গাংনী উপজেলার ধানখোলা গ্রামের নবিছ উদ্দিনের ছেলে ভ্যানচালক হাসান আলী ও মাইক্রোচালক গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে সাজ্জাদ হোসেন পলাশ। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও