বিমসটেকও কি সার্কের মতো পথ হারাবে

বণিক বার্তা প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৫, ১৩:৫৩

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা—সার্ক প্রতিষ্ঠা পায় আশির দশকের মধ্যভাগে। ভারত ও পাকিস্তানের রেষারেষির প্রভাবে আঞ্চলিক এ জোটের কার্যকারিতা কিংবা সম্ভাবনা নিয়ে এখন আর কেউ আশাবাদ ব্যক্ত করেন না। সংস্থাটির স্থগিত হওয়া সর্বশেষ সম্মেলন হওয়ার কথা ছিল ২০১৬ সালে।


দক্ষিণ এশিয়ার আঞ্চলিক জোটের নতুন মেরুকরণ আলোচনায় আসে ১৯৯৭ সালে। ওই বছর প্রতিষ্ঠা পায় বঙ্গোপসাগর অঞ্চলে বহু খাতভিত্তিক কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতামূলক উদ্যোগ—বিমসটেক (বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল, টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন)। ৪ এপ্রিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হতে যাচ্ছে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলন। এ সম্মেলন উপলক্ষে পররাষ্ট্র উপদেষ্টা ৩ এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিতব্য ২০ তম বিমসটেকের মন্ত্রীপর্যায়ের সভায় অংশগ্রহণ করবেন। এছাড়া, এবারের বিমসটেক শীর্ষ সম্মেলনের আগে ৩ এপ্রিল প্রধান উপদেষ্টা ’বিমসটেক ইয়াং জেনারেশন ফোরাম : হয়্যার দ্য ফিউচার মিটস’ শীর্ষক ফোরামে কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখবেন। বাংলাদেশ ছাড়াও বিমসটেকের সদস্যদেশগুলোর মধ্যে আছে ভারত, শ্রীলংকা, ভুটান, মিয়ানমার, নেপাল ও থাইল্যান্ড।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও