
চন্দ্রনাথ পাহাড়ে নতুন মসজিদ নির্মাণের ‘প্রশ্নই ওঠে না’: ধর্ম উপদেষ্টা
সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে নতুন করে কোনো মসজিদ নির্মাণের ‘প্রশ্নই ওঠে না’ বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
রোববার চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে জেলা ওয়াকফ বিষয়ক সার্বিক কার্যক্রম নিয়ে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের সঙ্গে তিনি এ বিষয়ে কথা বলেন। পিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
সনাতন ধর্মাবলম্বীদের তীর্থভূমি সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণের কথিত প্রস্তাব নিয়ে যে আলোচনা চলছে, সে প্রসঙ্গ ধরে উপদেষ্টা বলেন, “সেখানে কোনো প্রকার মসজিদ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়নি এবং এ বিষয়ে প্রচারিত সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন।
“সীতাকুণ্ড প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, চন্দ্রনাথ পাহাড় দেশের একটি ঐতিহাসিক ও ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ স্থান। এখানে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত জরুরি।
“তাই এ পাহাড়ে নতুন করে কোনো মসজিদ নির্মাণের প্রশ্নই ওঠে না। ভ্রান্ত তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানাচ্ছি। সরকার ধর্মীয় সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।”
গত ১৫ অগাস্ট এম এম সাইফুল ইসলাম নামে এক ব্যবসায়ী ঢাকা থেকে চন্দ্রনাথ পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন। পরদিন তিনি ফেইসবুকে একটি পোস্ট দেন।