বাবা–মায়ের মুখে হাসি ফোটাতে কাউছারের লড়াই শেষ ছিনতাইকারীর ছুরিতে, নিজের দোকানে খুন ওষুধ ব্যবসায়ী

প্রথম আলো প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৫, ২০:২২

জীবিকার তাগিদে পিরোজপুরের তরুণ কাউছার (২০) ঢাকায় এসে একটি কারখানায় কাজ নেন। ভাগ্যের চাকা ঘোরাতে দিনরাত পরিশ্রম করছিলেন তিনি। মাস শেষে যে আয় হতো, সেটার একটি অংশ তিনি গ্রামে মা–বাবার কাছে পাঠাতেন। সেই কাউছার গত ৭ ফেব্রুয়ারি ঢাকার যাত্রাবাড়ী এলাকায় ছিনতাইকারীদের হাতে খুন হন।


অন্যদিকে পটুয়াখালীর যুবক সুমন কুমার পাল (৪০) স্ত্রী আর দুই সন্তান নিয়ে থাকতেন রাজধানীর দক্ষিণখান এলাকায়। তিনি সেখানে একটি ফার্মেসি (ওষুধের দোকান) চালাতেন। ভালোই চলছিল তাঁর সংসার। গত ১৫ ফেব্রুয়ারি সংঘবদ্ধ ছিনতাইকারী দল তাঁর দোকানে এসে হামলা করে। হাতুড়ি দিয়ে পিটিয়ে সুমনকে হত্যা করে চলে যায়। সুমনের মৃত্যুর পর দিশাহারা হয়ে পড়েছে তাঁর পরিবার।


‘কেন আমার ভাইকে খুন করল?’


পিরোজপুরের হতদরিদ্র পরিবারে জন্ম কাউছারের। তাঁরা দুই ভাই ও দুই বোন। কৃষক বাবাকে আর্থিকভাবে সহযোগিতা করার জন্য কাউছার ও তাঁর ভাই কাইয়ুম কয়েক বছর আগে ঢাকায় আসেন। কাউছার থাকতেন যাত্রাবাড়ী এলাকায়। তিনি সেখানকার একটি মশার কয়েলের কারখানায় চাকরি করতেন। গত ৭ ফেব্রুয়ারি রাত ৮টা ১৫ মিনিটের দিকে কারখানার কাজ শেষ করে এক সহকর্মীর সঙ্গে বাইরে বের হন। হঠাৎ দুই ছিনতাইকারী তাঁদের গতিরোধ করেন। এক ছিনতাইকারী কাউছারের গলায় ধারালো চাকু ধরে মুঠোফোন দেওয়ার জন্য হুমকি দিতে থাকেন। একপর্যায়ে ছিনতাইকারীরা কাউছারের বুকে ছুরিকাঘাত করেন। তখন ছিনতাইকারীরা তাঁর এবং তাঁর সহকর্মীর মুঠোফোন নিয়ে চলে যান। এ সময় কাউছার লুটিয়ে পড়লে স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাত ৯টার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও