বিন্দু বিদ্যানিকেতন: প্রকৃতির কোলে আনন্দের পাঠ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৫, ০৯:৫৯

সাধারণ স্কুলে ছবি আঁকতে শিশুরা যেমন বাড়ি থেকে রং-পেন্সিলের বাক্স নিয়ে যায়; এখানে তেমনটি নয়। বরং প্রকৃতি থেকে পাতা, ফুল, হলুদ সংগ্রহ করে সেগুলো দিয়েই শিশুরা রং বানায়। তারপর তারা যে পাহাড়ে বাস করে, বনে-জঙ্গলে ঘুরে বেড়ায়- সেই প্রকৃতির ছবিই পরম মমতায় আঁকে।


খাগড়াছড়ির প্রত্যন্ত পাহাড়ের একটি স্কুলে এভাবেই শিশুদের পাঠ্যপুস্তকের সঙ্গে সহশিক্ষায় উদ্বুদ্ধ করে চলেছেন শিক্ষকরা। শিক্ষার্থীরাও আনন্দের সঙ্গে এই পাঠে অভ্যস্ত হয়ে ওঠছে।


মাটিরাঙা উপজেলা সদর থেকে প্রায় পাঁচ কিলোমিটার ভেতরের গ্রাম ওয়াছু। সেখানে মূলত মারমা ও ত্রিপুরাদের বসবাস। সেই গ্রামেই শিশুদের ঝরেপড়া রোধে ছয় বছর আগে প্রতিষ্ঠা করা হয় ‘বিন্দু বিদ্যানিকেতন’। এখানে শিশুরা প্রতিদিন বিন্দু বিন্দু করেই প্রকৃতি থেকে শেখে, প্রকৃতিকে রক্ষার শপথ নেয়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও