অসচেতনতা ও অপ্রতুল চিকিৎসা সুবিধার কারণে দেশে রোগী ও মৃতের সংখ্যা বাড়ছে
বাংলাদেশে উদ্বেগজনক হারে ক্যান্সার আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। এমনকি সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বর্তমানে ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে দ্রুতগতিতে বাড়ছে এখানে। সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে, বর্তমানে প্রতি এক লাখে ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা ১০৬। প্রতি বছর এ রোগে নতুন করে ৫৩ জন আক্রান্ত হচ্ছে।
এছাড়া মোট মৃত্যুর ১২ শতাংশের জন্য দায়ী ক্যান্সার। ওই প্রতিবেদন থেকে আরো জানা যায়, দেশে ৩৮ ধরনের ক্যান্সারের রোগী পাওয়া গেছে। এর মধ্যে স্তন, মুখ, পাকস্থলী, শ্বাসনালি ও জরায়ুমুখের ক্যান্সার রোগীর সংখ্যাই বেশি।