You have reached your daily news limit

Please log in to continue


ফাগুন ও ভ্যালেন্টাইনের পোশাক

বসন্তে প্রকৃতি যেমন ফুলেল উৎসবে মেতে ওঠে তেমনি উৎসব প্রিয় বাঙালি বসন্তের প্রথম দিনটি উদযাপন করে বাহারি রংয়ের সাজ পোশাকে।

এসব বিষয় মাথায় রেখে রঙ বাংলাদেশ এবং কে ক্র্যাফট নিয়ে এসেছে বর্ণিল সব পোশাক।

বসন্ত উৎসবে রঙ বাংলাদেশ

বিভিন্ন দিবসে বিষয়বস্তু ধরে কাজ করে এই প্রতিষ্ঠান। এবার ফাগুন ও ভালোবাসা দিবসে তারা বেছে নিয়েছে ‘আমেরিকান নেটিভ পটারি’ বা আমেরিকান আদিবাসী জনগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্যের বিভিন্ন নকশাকে।

যা সেই অঞ্চলে মূলত মৃৎশিল্পের নকশা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

বিজ্ঞাপ্তিতে আরও জানানো হয়, ব্যতিক্রমী নকশার পাশাপাশি কাপড়েও আছে বৈচিত্র্য। হালফ সিল্ক, সুতি, জ্যাকার্ট কটন, মারসালাইস কটন এবং স্লাব ভিস্কাস কাপড়ে কমলা, গাঢ় হলুদ, হাল্কা হলুদ, অলিভ আর সাদা রংয়ের ব্যবহার রয়েছে।

পাশাপাশি করা হয়েছে আরাম, টেকসই ও নকশার সমন্বয়।

এছাড়া তাদের ‘সাবব্র্যান্ড’ ওয়েস্ট রঙ এবং রঙ জুনিয়র’য়ের পোশাকেও রয়েছে বসন্তের আমেজ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন