আসল সিল্ক চিনবেন কীভাবে?
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৫, ১৭:১৪
সিল্কের শাড়ির জনপ্রিয়তা এখনো একটুও কমেনি। বিভিন্ন অনুষ্ঠান থেকে শুরু করে বিয়ের সাজেও কনে সিল্কের শাড়ি গায়ে জড়াতে পছন্দ করেন। তবে সিল্কের শাড়ির মধ্যেও আছে আসল-নকল। এত খরচ যখন করছেনই, তখন শাড়ির গুণমানের দিকে অবশ্যই নজর দিন। জামদানি হোক কিংবা সিল্ক শাড়ি কিনে ঠকেছেন এমন নারী আছে অনেকেই।
সিল্কের দাম বেশি হওয়ায় বাজারে দেখতে পাওয়া যায় সিল্কের মতোই দেখতে সস্তার শাড়ি। ফলে আসল ও নকল পার্থক্য করা কঠিন হয়ে পড়ে অনেকের ক্ষেত্রেই। কিছু ট্রিকস আছে যার মাধ্যমে জানতে পারবেন আপনার শখের সিল্ক শাড়িটি আসল নাকি নকল?
- ট্যাগ:
- লাইফ
- সিল্ক শাড়ি
- রাজশাহী সিল্ক