ছাত্রদের কল্যাণে ছাত্ররাজনীতি

দেশ রূপান্তর সেলিম খান প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৫, ১১:০৯

সাধারণত একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী প্রশাসনিক সংগঠন হচ্ছে ছাত্র পরিষদ বা ছাত্র সংসদ। শিক্ষার্থীদের যাবতীয় দাবি-দাওয়া তুলে ধরার অন্যতম প্ল্যাটফর্ম এই ছাত্র সংসদ যা শিক্ষার্থীদের পক্ষে স্বাধীনভাবে কাজ করে। বিশ্ব জুড়ে নানা পর্যায়ের শিক্ষাসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী এই সংগঠনের অন্যতম কাজ ও দায়িত্ব হচ্ছে, শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ও বিদ্যায়তনিক অধিকার ও মর্যাদা সংরক্ষণ করা। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন ধরনের ন্যায্য দাবি-দাওয়া থাকে শিক্ষার্থীদের। এসব যৌক্তিক দাবি আদায়ে ছাত্র সংসদের রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস।


এটি শিক্ষার্থীদের সৃজনশীলতার মাধ্যমে সমাজের উন্নতি, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও নেতৃত্বের উন্নয়ন ঘটায়। ছাত্ররাজনীতি মূলত শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদের অধিকার আদায়ের রাজনীতি হলেও এর অন্যতম উদ্দেশ্য হচ্ছে, দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য উৎকৃষ্ট নেতা তৈরি করা। সংগতকারণেই তৃতীয় বিশ্বের দেশগুলোতে সমাজের এগিয়ে থাকা মানুষ হিসেবে, বেশিরভাগ সময়েই শিক্ষার্থীদের ভূমিকা শুধুই নিজের প্রাতিষ্ঠানিক ও বিদ্যায়তনিক কার্যক্রম ও দাবি আদায়ে সীমিত থাকেনি। আর্থ-সামাজিক অন্যায়-অবিচারের বিরুদ্ধেও শিক্ষার্থীদের সোচ্চারণ দেখা গেছে বিশ্বের বহু রাষ্ট্রে। এমন সোচ্চারণের ধারাবাহিকতায় শিক্ষার্থীদের মধ্য থেকে বেরিয়ে এসেছে রাষ্ট্র পরিচালনার নেতৃত্ব।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও